লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ৪ ভারতীয় নাগরীককে অনুপ্রবেশের দায়ে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দৈখাওয়া । বৃহস্পতিবার রাতে তাদের আটক করে হাতিবান্ধা থানায় সোপর্দ করলে পুলিশ আজ ১০ জানুয়ারী আদালতে সোপর্দ করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আটককৃতরা হচ্ছে, কুচবিহার জেলার শীতলখুচি থানার গিতালদাহ গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আমির হোসেন বুলেট(২০) ইনছার আরীর ছেলে জয়নাল (৪৫), মজিবরের ছেলে আলমগীর হোসেন (২০),তৈয়ব আলীর ছেলে রেজাউল মিয়া রোহান। তএসময় সাথে থাকা রেজাউল করিম (২৫) নামের এক বাংলাদেশিকেও আটক দেখানো হয়েছে। তার বাড়ী দৈখাওয়া আমঝোল এলঅকায় বলে জানাগেছে। দৈখাওয়া বিওপি ক্যাম্পের হারুন অর রশিদের নেতৃত্বে একদল বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়েছে বলে জানান হাতিবান্ধা থানা পুলিশ। দৈখাওয়া বিওপি ক্যাম্পের হারুন অর রশিদ জানান, তারা ভারত সীমান্ত অতিক্রম করে বাংলদেশের প্রায় ১ কিলোমিটার অতিক্রম করলে তাদের আটক করা হয়েছে।