আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দুর্গাপুরের সন্তান গীতিকার সুজন হাজং


নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর,নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন গীতিকার সুজন হাজং। সম্প্রতি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. খন্দকার বজলুর রহমান।
সদস্যসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। টংক আন্দোলনের পূণ্যভূমি নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরের সন্তান সুজন হাজং। সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ সুজন হাজং একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, সংগঠক এবং তরুণ রাজনীতিবিদ। বঙ্গবন্ধুকে নিয়ে সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পী সুজন হাজংয়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী, নচিকেতা, শুভমিতা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, প্রিয়াংকা গোপ, অবন্তি সিঁথি, লুইপা, কিশোর, সাব্বির, মুহিন, লিজা, পুলক, রন্টি দাস, সুস্মিতা সাহাসহ নতুন প্রজন্মের অনেকেই তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন।
গীতিকার সুজন হাজং একুশে পদকপ্রাপ্ত মাতৃভাষা বিষয়ক সংগঠন দি মাদার ল্যাঙগুয়েজ লাভার্স অব দি ওয়ার্ল্ড সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন গীতিকার সুজন হাজং।
আদিবাসী হাজং জাতিগোষ্ঠী থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার স্বপক্ষে সকল মানুষের রাজনীতি করার সুযোগ রয়েছে।