কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

আমিনুল কবির,কক্সবাজার :
কক্সবাজার সদরের দক্ষিণ কলাতলী শুকনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

তারা হলেন, আব্দুর রহমান (২০) উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার মোঃ ফরিদ এর পুত্র ও নুরুল আমিন (২৯) রামু খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ গোয়ালিয়াপালং এলাকার সৈয়দ উল্লাহ পুত্র। বর্তমানে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের
বড় ইনানীতে বসবাস করে।

কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৬ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম দক্ষিণ কলাতলী শুকনাছড়িস্থ মেরিন ড্রাইভ রোডে অভিযান পরিচালনা করে মনসুর কুলিং কর্নার এর সামনে হতে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা দুইজন দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সহকারী পরিচালক সোমেন মন্ডল মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলে জানান।