শুধু তোমার মুখের পানে

রাসেল কবির

কালো, মোটা আর বিশ্রী ঠোঁট আমার একদম পছন্দ না;
পছন্দ না বাহারি কালারের চুল,
আমার পছন্দ লাল টুকটুকে ঠোঁট আর বনলতা সেনের কালো চুল।

শক্ত কপোলে চুম্বন আমার একদম পছন্দ না;
পছন্দ না তোমার শরীরে অবগাহন করা,
আমার পছন্দ নরম তুলতুলে গাল আর বনলতা সেনের শ্রাবস্তীর কারুকার্য মুখ।

বাদলা রাতে অভিসারে গিয়ে রামলীলা করা আমার একদম পছন্দ না;
পছন্দ না তোমার বক্ষের নরম দুটি স্তন,
আমার পছন্দ বিশ্বখ্যাত চিত্রকর্ম মোনালিসার মুখভরা হাসি।

শারীরিক অবয়ব কিংবা সাদা চামড়ার দেহ কোনটিই আমার পছন্দ না;
পছন্দ না তোমার যৌবন ভরা দেহ,
আমার পছন্দ প্যারিস কিংবা ইতালিতে মোনালিসার প্রদর্শনী।

কর্কশ গলা আর ভুচা নাক আমার একদম পছন্দ না;
পছন্দ না তোমার অভিসারে যাওয়ার হাটার ভঙ্গি,
আমার পছন্দ ভালোবাসার প্রতিমা দেবী মমতাজ মহল।

নিচের ঠোট কামড়ে ধরা আমার একদম পছন্দ না;
পছন্দ না তোমার সাথে দস্তাদস্তি করা,
আমার পছন্দ প্রেমদেবির রূপের পানে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা।

ঢ্যপ ঢ্যপ করে তাকিয়ে থাকা চোখ আমার একদম পছন্দ না;
পছন্দ না গালে তিল আর টুল না পড়া নারী,
আমার পছন্দ পাখির নীড়ের মত চোখ ।

মোটা , কালো আর বেটে আমার একদম পছন্দ না;
পছন্দ না তোমার মাথার ছোট ছোট কেশ,
আমার পছন্দ হালকা মাঝারি ধরনের নীল শাড়ী পরোয়া ময়নামতী।