প্রেস রিলিজ: মুসলিম জনতা ও সৈয়দ মাখদুম আশরাফ একাডেমীর উদ্দ্যোগে নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযুদ্ধে দেশের জন্যে প্রাণ বিসর্জন দেয়া শহীদদের স্বরণে মিলাদ মাহফিল ও পাকিস্তানের বেলুচিস্তানে স্বাধীনতাকামী মুসলিমদের গণহত্যার প্রতিবাদে মাদ্রাসা আশরাফীয়া আনোয়ারুল উলুমের সেমিনার কক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।ডিসেম্বর মাসের শেষ বুধবার বাদ এশা এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফা মোহাম্মদ ইসলাম আশরাফী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় শিল্পীরা হামদ, না’তে রাসূল (দঃ) পরিবেশন করেন। দেশত্ববোধক গান পরিবেশন করে দস্তগীর মোহাম্মদ নূরুল আইন দস্তগীর আশরাফী ও শাহীদ রেজা আশরাফী। মোহাম্মদ নাদিম আশরাফীর সভাপতিত্বে ও শেখ আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মোরশেদুল ইসলাম নূরী রেজভী, মাওলানা হাফিয ইমরান হাবিব আশরাফী ও মাওলানা গোলাম মুহিউদ্দীন মারগুব আশরাফী প্রমুখ। এসময় বক্তারা বলেন মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের গৌরব। দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। এসময় বক্তারা বলেন কানাডায় নির্বাসিত নারী মানবাধিকার কর্মী কারিমা বালুচকে পাকিস্তানী আইএসআই হত্যা করে প্রমাণ করেছে যে, পাকিস্তান সরকার সন্ত্রাস ও জঙ্গীবাদের পৃষ্ঠপোষক। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।বক্তারা বলেন বেলুচিস্তানের মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে। বেলুচিস্তানের মানুষের প্রতি তারা সংহতি জানায়। বক্তারা আরো বলেন পাকিস্তান সরকারের উচিৎ অবিলম্বে গণহত্যা বন্ধ করে বেলুচিস্তানকে তাদের স্বাধীনতা প্রদান করা।