মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডিগনিটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সমকাল সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়ন ও সহযোগিতায় আজ বৃহস্পতিবার সুন্দরগঞ্জ শাখা কার্যালয়ে ডিগনিটি প্রকল্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার এএকেএম ফরিদুল হক, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ। আরও বক্তব্য রাখেন, সমকাল সমাজ উন্নয়ন সংস্থার উপ-নির্বাহী পরিচালক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর এটিএম রাসেল কবীর, ডিগনিটি প্রজেক্ট তদারুকি ও মূল্যায়ন কর্মকর্তা মিন্টু রহমান, প্রশিক্ষক রুমা খাতুন, মারুফা আক্তার, প্যারামেটিকেল অফিসার মুক্তার খাতুন, কৃষি সুপারভাইজার সিরাজুল ইসলাম। সভার শুরুতেই প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রকল্পের বিভিন্ন দিক সমূহ তুলেধরে আলোচনা করেন। ৩১ ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত প্রকল্পটি চলমান থাকবে। উপজেলার তারাপুর, বেলকা ও হরিপুর ইউনিয়নের ৩ হাজার পরিবারকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলে তাদেরকে স্বাবলম্বী করাই প্রকল্পটির লক্ষ্যে ও উদ্দেশ্য।