দুর্গাপুরে কমরেড মণিসিংহের ৩০তম মৃত্যুবার্ষিকী স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন


ব্রিটিশ বিরোধী সংগ্রামী,টংক আন্দোলনের মহান নেতা,মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা,শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ৩০তম মৃত্যুবার্ষিকী স্মরণে নেত্রকোনা জেলার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার উক্ত দিবসের শুভ উদ্বোধন করেন কমরেড মনি সিংহ মেলা কমিটির আহ্বায়ক প্রবীন রাজনীতিবীদ বর্ষীয়ান নেতা বাবু দূর্গা প্রসাদ তেওয়ারী। উদ্বোধন শেষে মহান নেতার স্মৃতির প্রতি বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,স্কুল কলেজ ও সুশীল সমাজের পক্ষ থেকে পূস্পার্ঘ অর্পন শেষে মেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা উপজেলা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার এর সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সঞ্চালনায় কমরেড মনিসিংহের জীবনী ও সংগ্রামের উপর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মনি সিংহের একমাত্র সন্তান ডাঃ দিবালোক সিংহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আয়কর উপদেষ্টা অজয় কুমার সাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার , সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পৌর মেয়র মাওলানা মোঃ আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, সিপিবি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যক্ষ আনোয়ার হোসেন,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আঃ হান্নান ,ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সাজু প্রমুখ। আলোচনা সভা শেষে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করা হয়। উল্লেখ্য প্রতিবছর মনি সিংহের মৃত্যু বার্ষিকীতে ৩১শে ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী মনি সিংহ মেলা উদযপিন হয়ে আসছিলো কিন্ত এই বছর কোভিড-১৯ এর কথা মাথায় রেখে তা বাতিল করা হয় ।