শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রর্থী বিজয়ী

শাহজাদপুরপ্রতনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সোমবার শাহজাদপুর পৌরসভা নির্বচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পূর্ন হয়েছে । নির্বাচন চলাকালিন সময় আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতার কারনে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি নির্বচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মনির আক্তার খান তরু (নৌকা) ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে বেসকারীভাবে জয়ি হয়েছেন । তার নিকটতম প্রার্থী বি,এন,পি মনোনিত মাহমুদুল হাসান সজল (ধানের শীষ) পেয়েছে ১ হাজার ৮৬৭ ।
মেয়র পদে অপর দু্ই প্রার্থী জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ২৩৮ ভোট এবং ইসলামী আন্দোল বাংলাদেশ মনোনিত প্রার্থী খন্দকার ইমরান (হাত পাখা) পেয়েছেন ১ হাজার ভোট । উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন রিটানিং কর্মকর্তা আবুল হোসেন । এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারন আসনের বিজয়ী কাউন্সিলরা হেলেন ১নং ওয়ার্ডে আছাব আলী (পাঞ্জাবী), ২নং ওয়ার্ডে তৌহিদুর রহমান এ্যাপেলো (পাঞ্জাবী) ৩নং ওয়ার্ডে জহরলাল হোসেন (উট পাখি), ৪নং ওয়ার্ডে নাজমুল হোসেন (পাঞ্জাবী), ৫নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান পিযুষ (উট পাখি), ৬নং ওয়ার্ডে আবু শামিম সূর্যো (উট পাখি), ৭নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক (উট পাখি), ৮নং ওয়ার্ডে আব্দুর রউফ (পাঞ্জাবী), ৯নং ওয়ার্ডে আফসার আলী শিকদার (উট পাখি) । অন্যদিকে ৩টি সংরক্ষিত আসনের বিজয়ী মহিলা কাউন্সিলর হলেন ১নং ওয়ার্ডে শাহানাজ পারভীন (সিএনজি), ২নং ওয়ার্ডে সিভলী পারভীন মিঠু (জবা ফুল), ৩নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন ছবি (চশমা) । রিটানিং কর্মকর্তা আবুল হোসেন এ অথ্য নিশ্চিত করেছেন ।