কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা
পরিষদ এর বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে
‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক’
সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাটি কলমাকান্দা সহকারি কমিশনার ভূমি অমিত রায় এর সভাপতিত্বে ও একাডেমিক
সুপারভাইজার তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তফা কামাল,
সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা মো. মোতালেব হোসেন, সায়েন্টিফিক কর্মকর্তা
মো. আজিজুল হক, সাইন্টিফিক কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সায়েন্টিফিক
কর্মকর্তা ফরিদ আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এফএম আব্দুল ওয়াজেদ
তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মো. ফখরুল আলম খসরু । মেলায় ৯টি
স্টল বসেছে।