নুরী-রে…অন্তহীন ভালোবাসা আমার শুধু তোর জন্য…এমন বাক্য প্রতিদিন শুনতে শুনতে যেন অবভুস্ত হয়ে গেলো নুরীর কর্ণ। ভালোবাসা বলতে কিছু নাই এই ভাবনা নুরীকে সর্বদা পিছুটানে। তবুও অবুঝ ময়নার মতো, ঝরা পাতার ন্যায় ঝরঝর করে বলা তার মনের নিত্য নতুন কথাগুলো শ্রবণে একটুও অবহেলা নাই নুরীর। মাঝে মাঝে উদাসীন মনের গহীনে আঁকা বিগত স্বপ্ন গুলো স্তব্ধ হয়ে নতুন শব্দের বাসা বাঁধে।একান্তে বসে অসংখ্য কথার ভাঁজে তাকে নিয়ে নুরী চিন্তা করে, এ কেমন ভালোবাসা তার ?কোনোদিন তার কথার উত্তরে কোনো কিছু বলাই হলো-না নুরীর। নিজের মতো করে তার পরিষ্কার মনের সত্য স্বচ্ছ কথাগুলো অহরহ বলতে থাকে। সে একবার ভেবে দেখেনা ? না-ও তো পেতে পারে নুরীর কঠিন মন ! তবুও সে বলেই গেলো… নুরী…তুই খুব ভালো রে, আমার জীবনে শুধু তোকেই মিস করি খুব খুব।তুই শুধু একবার বল আমাকে ভালোবাসিস। জানিস? আমি আমার শুধু জান’টা ছাড়া সবি তোকে দিতে রাজি আছি। “যদি” কখনো তোর জ্যোতির প্রয়োজন হয় তাহলে বলিস আমি বিনা শর্তেই তোকে আমার চক্ষু তোর হতে তুলে দেব; তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। “যদি” কখনো তোর কিডনির প্রয়োজন হয় যাহ্- তোকে আমার কিডনিও দেব। তুই জানিজনা! আমার কাছে আমার কিডনির চাইতে তোর মূল্য অনেক বেশী। আমার কাছে আমার বলতে কিছু নাইরে পাগলী। তুই কী আমায় একটুও ভালোবাসিস না ? তোর জীবনের সমস্ত ভাবনা আমার উপর ছেড়েদে,এতটুকু চিন্তা না করে। পাগলী-রে ! শোন ঠিকঠাক মতো নাওয়া-খাওয়া করবি।অনিয়ম করলে তোর শরীর খারাপ করবে।তোর কষ্ট হবেরে জান। মনে রাখিস! তোর ভালো থাকা আমার জীবনে সমস্ত সুখ। আমার এই সুপ্ত মনটাকে তুই কবে বুঝবি বল ? সীমাহীন কল্পনার বিশাল সমরাজ্যে তুই আমার একমাত্র কল্প পরী।
তার কথাগুলো নুরীর জীবনে যেন পরম পাওয়া। কাঁটা হয়েও বিধলো নুরীর অন্তরে, তার মধু মেশানো হাজারো গল্পকথা।তার কথায় ছিল অপার ভালো লাগা; নুরী ঠিক মুগ্ধ। তবুও নুরী মুখ ফুটে বলতে পারেনি যে-একটু একটু করে তার প্রতি দূর্বল হয়ে পড়েছে।কখন জানি নিজেকে বদলে ফেলেছে সে নিজেই জানে না। হঠাৎ শরীরটা খুব খারাপ করলো নুরীর। জীবনের নিঃশ্বাসের বিশ্বাস হারিয়ে ফেললো সে।ভাবলো যদি তার আসার ঘরখানা হ্যাঁ অথবা না দিয়ে পূর্ণ না করি তবে হয়তো-বা মরেও শান্তি পাবোনা।নতুন করে তাকে নিয়ে ভাবতে ব্যাকুল হলো নুরী। এখন মনটা শুধু তার কল্পনায় ভাসতে থাকে।এতোদিন সে বলেছে আর নুরী চুপ করে শুধুই শুনেছে।এখন অনেক কিছু বলার আছে নুরীর।
নুরী সত্যি বিশ্বাস করলো তার একটা সুন্দর মন আছে আর এই সুন্দর মনটাই বদলে দিতে পারে জীবনের সমস্ত চাওয়া-পাওয়া। নুরী সিদ্ধান্ত নিল, তার চাওয়ার মূল্য সে নিজের মতো করে দেবে।নুরী বসে বসে ভাবে কেমন অনুভূতিতে নিজেকে গুছিয়ে প্রকাশ করবে মনের জমানো আবেগ মাখা না-বলা কথাগুলো। নুরী…একসময় যেন নিজেকে ভুলে, তার মতো করে মনকে সাজিয়ে নিবেদন করলো। এতদিনের অগোছালো স্বপ্ন গুছিয়ে নিমিষেই সমস্ত সমাধান করলো নুরী,সব কথার এক কথায়……আমিও তোমাকে ভালোবাসিরে পাগলু।