হলদে গাঁয়ের শোভা

কী অপরূপ গাঁয়ের শোভা….এসে দেখে যাও,
হলদে শাড়ী পরেছে যেন….চির সবুজ গাঁও।

অপার ভালোলাগার খেল….দেখবে এসো গাঁয়ে,
সরিষা ফুলের শিশির কণা….মেখে নিয়ে পা’য়ে।

হলদে ফুলের সৌন্দর্যে….চোখ জুড়িয়ে যায়,
যেন মাঠ ভরা তরুণদল….দুলছে মৃদু বায়।

সুবাসে মুখরিত মাঠ….সিক্ত ফুলের পরশে,
রং বেরঙের প্রজাপতি….আসে মনের হরষে।

মৌমাছিরা আপন মনে….ব্যাস্ত সারাক্ষণ,
ফুলে ফুলে ঘুরে মধু….করছে আহরণ।

মা’য়ের মতো রূপসী….আমার পল্লী জননী,
গাঁ যে আমার পরাণ….চির ঠিকানা ধরণী।