নাটোরের বাগাতিপাড়ায় ৫ বছর আগের এক লাশ উদ্ধারের তদন্ত ঘিরে তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি-নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ এনে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকার সর্বস্তরের মানুষ।দুপুরে বাগাতিপাড়া উপজেলার পাঁকা বাজারে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
এসময় পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন ও এলাকার নির্যাতিত সাধারণ নারী-পুরুষ বক্তব্য রাখেন।বক্তারা অভিযোগ করেন,২০১৫ সালের ৩০ নভেম্বর পাঁকা ইউনিয়নের ঝিনা গ্রামের রেল লাইনের পাশ থেকে স্থানীয় স্বর্নকার সাধন কর্মকারের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।রেলওয়ে ও সিআইডির হাত ঘুরে মামলাটির তদন্তের দায়িত্ব পড়ে পিবিআই রাজশাহীর এসআই সাইদুর রহমানের ওপর।
তদন্তে নেমেই এলাকার শিক্ষক,চাকরিজীবী,ব্যবসায়ী সহ সম্ভ্রান্ত পরিবারের লোকজনকে ভয় দেখিয়ে টাকা দাবি করে।না পেয়ে বৃহ¯পতিবার ১৭ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।এলাকাবাসী ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন।তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এসআই সাইদুর রহমান।