তাড়াশের খ্রিষ্টান পল্লীতে বড়দিন পালিত

সিরাজগঞ্জের তাড়াশে নানা অয়োজনে বড় দিন পালিত হয়েছে । দিনটি উপলক্ষ্যে খ্রিষ্টান পল্লী গুল্টা আবে মাড়িয়া মিশন ও মাধাইনগর ফাতেমা গীর্জায় বৃহস্পতিবার রাতে কেক কাটা হয় । এছাড়া গুল্টা মিশনারীতে শুক্রবার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করবেন গুল্টা আবে মাড়িয়া গির্জার পাল পুরোহিত ফাদার কার্লো বুদচি পিমে । এদিকে গুল্টা খ্রিষ্টান পল্লীর সহ-সভাপতি নিখিল খা খা জানান, করোনা কালীন সময়ে অনুষ্ঠানের সূচী সংক্ষিপ্ত করে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে প্রার্থনা ছাড়াও বিভিন্ন খ্রিষ্টান অধূষ্যিত গ্রামে কীর্ত্তন, ধর্মীয় প্রার্থনা, শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, বড়দিন উপলক্ষ্যে থানা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।