বীরগঞ্জে ৩ লক্ষ টাকা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তানকে চাকুরী না দিয়ে প্রতারনা করায় ইউএও’র কাছে অভিযোগ

বীরগঞ্জে ৩ লক্ষ টাকা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তানকে চাকুরী না দিয়ে প্রতারনা করায় ইউএও’র কাছে অভিযোগ করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, উপজেলার সাতোর ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের মৃত-বীরমুক্তিযোদ্ধা আজাহার আলীর ছেলে মোঃ বাবু প্রমানিকে প্রাইমারী স্কুলে পিয়ন পদে চাকুরী দেওয়ার কথা বলে গত ২০১৫ইং সালে দামাইক্ষেত্র গ্রামের বীরমুক্তিযোদ্ধা টংকনাথ রায় দুই লক্ষ টাকা আদায় করেন।
উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত-বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র রায়ের ছেলে দিপংকর রায়কে প্রাইমারী স্কুলে পিয়ন পদে চাকুরী দেওয়ার কথা বলে গত ২০১৫ইং সালে দামাইক্ষেত্র গ্রামের বীরমুক্তিযোদ্ধা টংকনাথ রায় এক লক্ষ টাকা আদায় করেন।
২০১৯ইং সালে নিয়োগ পরীক্ষা দেওয়ার পর তিনি চাকুরী করে দিতে পারেনি। দেত্তয়া টাকা দেওয়ার জন্য অনেক বার সময় নিয়েও অদ্যাবদি পাওনা ফেরৎ দেননি। নিরুপায় হয়ে গত ৯ ডিসেম্বর/২০১৯ইং তারিখে টাকা ফেরৎ পাওয়ার জন্য ইউএনও বরাবর আবেদন করেও সুফল হয়নি।
তাই আবারও ২২ডিসেম্বর পাওনা টাকা ফেরৎ পাওয়ার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য আবেদন করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য দামাইক্ষেত্র গ্রামের অভিযুক্ত বীরমুক্তিযোদ্ধা টংকনাথ রায় আংশিক টাকার কখা স্বীকার করে জানান, চাকুরী পাওয়ার জন্য দৌরঝাপ করতে তাদের দেওয়া টাকা ফুরিয়ে গেছে।