রাজশাহী বিশ্ববিদ্যালয় হল খোলার রাখার দাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবির) আবাসিক হল খুলে দিয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার অসমাপ্ত কোর্সের পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকেই এ দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। এদিকে, অসম্পন্ন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও হল না খোলার সিদ্ধান্তে চরম বিড়ম্বনার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। তারা বলছে, হল না খুললে চরম ভোগান্তিতে পড়তে হবে তাদের। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলছেন, স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্যই এখনই আবাসিক হল খোলা সম্ভব হচ্ছে না।এবং করোনা ভাইরাস সংক্রমণের কারণে চলতি বছরের ১৮ই মার্চ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। ফলে ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চলমান পরীক্ষাগুলোও অসম্পন্ন থেকে যায়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় স্বাস্থ্যবিধি মেনে ২০১৯ সালের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষাসমূহ আগামী ২ই জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হলসমূহ খোলার ব্যাপারে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। অপরদিকে শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরাও একমত হয়ে স্বাস্থ্যবিধি মেনে হল খোলার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। এবিষয়ে যোগাযোগ করা হলে রাবি প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান জানান, ইউজিসির পক্ষ থেকে হল বন্ধ রেখেই পরীক্ষা নেওয়ার নির্দেশনা এসেছে। এ পরীক্ষার সময় দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এখানে আসবেন এবং তারা একসঙ্গে থাকবে। তার ফলে সংক্রমণের ঝুঁকি রয়েছে। তবে হল খোলার মত সিদ্ধান্ত এখনি নেওয়া যাচ্ছে না।#