মৌলভীবাজারসহ ২১টি জেলায় ডিজিটাল রেকর্ডরুমের শুভ উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২১টি জেলায় ডিজিটাল রেকর্ডরুমের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। আজ ২৩ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজারসহ ২১টি জেলায় ডিজিটাল রেকর্ডরুমের শুভ উদ্বোধন ঘোষনা করেন,ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে র্ভাচুয়ালি সভায় সংযুক্ত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মল্লিকা দে। । অন্যান্যদের মধ্যে উপন্থিত ছিলেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অর্নব মালাকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী আক্তার, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন পারভেজ, আকমল হোসেন নিপু, আব্দুর রব, আফরোজ আহমদ, মাহবুবুর রহমান রাহেল, সালাউদ্দিন আহমদ, এ.কে অলক, সাইদুল ইসলাম, আব্দুল বাছিত খান,মঈনুল হক, জোবায়ের আহমদ,আব্দুল আজিজ, নাছরিন প্রিয়া ও ফজলু আহমদসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় জানানো হয়, ভূমি মন্ত্রনালয় তড়িৎ গতিতে ডিজিটাইজেশন হচ্ছে। ই-মিউটেশনের মাধ্যমে এখন জনগণ নিজ ঘরে বসেই মন্ত্রনালয়ের ওয়েব সাইটের মাধ্যমে নামজারির আবেদন করতে পারবেন। এই সাইডে ব্রাউজিং করে নাগরিক কর্নার হতে সংশ্লিস্ট জমির দাগ, খতিয়ান তফসিল এন্ট্রি করলেই বিস্তারিত তথ্য আসবে এবং প্রিন্ট নেওয়া যাবে। কোর্ট ফি এ জন্য কার্ড, ওয়ালেট, ইন্টারনেট,ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে। এ সব সেবার মাধ্যমে জনগণের ভোগান্তি হ্রাস পাবে এবং লালিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবে পূর্ণাঙ্গরুপে প্রকাশিত হবে।