নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হাম রুবেলা ক্যাম্পেইন/২০২০ ইং উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জিও/এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মামুনুর রহমানের সভাপতিত্বে ইপিআই মেডিকেল টেকনোলজিষ্ট রবীন্দ্র সরকারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, প্রেসক্লাব আহ্বায়ক সায়াদাত হোসেন কাজল, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার এ এস এম ফাতেহ্ আকরাম, মেডিকেল অফিসার এস এম তানজিরুল ইসলাম রায়হান, মেডিকেল অফিসার মেহেদী হাসান,স্বাস্থ্য সহকারী ইনচার্জ সুব্রত চক্রবর্তী, এনজিও প্রতিনিধি ধ্রুব সরকার, ছবি ¤্রং প্রমুখ। সভায় বক্তারা বলেন, হাম এবং রুবেলা ভাইরাসজনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। এ দুটি রোগ সাধারনত একজন আক্রান্ত রোগীর হাচিঁ-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা অন্যদের মধ্যে অতি দ্রুত ছড়ায়। উক্ত ভাইরাসের হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলার টিকা দিয়ে সুরক্ষিত করা।