বগুড়া সাবগ্রামে প্রতিভা-০০৩ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন প্রতিভা-০০৩ এর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী পর্যায়ক্রমে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক সরকার এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে শীতার্ত মানুষের জন্যে প্রতিভা-০০৩ এর এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সদর ইউএনও আরো বলেন, করোনার ২য় ঢেউ মোকাবেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বিশেষ করে সকলকে মাস্কের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই সাথে সরকারের সকল নির্দেশনা মেনে চলার মাধ্যমে তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক খোশলেহাজ উদ্দিন তালুকদার, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ উদ্দিন সরকার এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে প্রতিভা-০০৩ এর পক্ষে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যে বর্ণনা করে বক্তব্য রাখেন এডমিন মো. মামুন-অর-রশিদ মোহন এবং সদস্য হাবিবুর রহমান। এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন আব্দুস সালাম, জোবায়েদ হোসেন মিলন, মাহমুদুল হাসান জুয়েল, সদস্য আব্দুল হান্নান, আবু রায়হান, জুয়েল, মজিদ, শিপলু, মিজান, সোহেল, আশরাফুল প্রমুখ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী এই সংগঠন শুক্রবার দিনব্যাপী কয়েক ধাপে ৫’শ ৩০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে ভাল মানের কম্বল বিতরণ করেছে এবং শনিবার আরো দেড় শতাধিক মানুষের মাঝে ২য় ধাপে এই শীতবস্ত্র বিতরণ করা হবে মর্মে জানান সংশ্লিষ্টরা।