সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: ‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় শুক্রবার নানা আয়োজনে জেলা প্রশাসন, টিটিসি এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং, সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণের পাশপাশি এই বছর করোনা পরিস্থিতিতে জুম এ্যাপস্ এর মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরে সকালে ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায় এর সভাপতিত্বে জুম ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। সভায় ডিসি জিয়াউল হক বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ গেলে নিজের ও দেশের উন্নয়ন দুটোই সম্ভব সেক্ষেত্রে তিনি আগ্রহীদের সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণের উপর গুরত্ব দেন। তিনি বলেন প্রবাসীদের পাঠানো অর্থের সঠিক বিনিয়োগ নিশ্চিত করার মাধ্যমে দেশের উন্নয়নে তৃণমূল থেকেই সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বগুড়ার সহকারী পরিচালক আতিকুর রহমান তার বক্তব্যে অভিবাসী কর্মীদের এক একজন যোদ্ধা হিসাবে আখ্যায়িত করে দেশের নিরিখে বগুড়া জেলার অভিবাসনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বগুড়া জেলা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ১ লক্ষ ১৭ হাজার ৭ জন অভিবাসী হয়েছেন। এই অভিবাসনের ক্ষেত্রে বগুড়া জেলার অবস্থান সারাদেশের মধ্যে ২৪তম এবং উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে বগুড়াই শীর্ষস্থানে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. বগুড়ার ইভিপি ও জোনাল চিফ আব্দুস সোবহান, প্রবাসী কল্যাণ ব্যাংক বগুড়ার আঞ্চলিক প্রধান ও ব্যবস্থাপক শারমিন জাহান, লাইট হাউসের নির্বাহী পরিচালক হারুন অর রশীদ প্রমুখ। সভা পরবর্তী দিবসটিতে প্রবাসী কর্মীদের সন্তানদের মাঝে প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক এবং কোভিড ১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ প্রবাস ফেরৎ ৪ জন কর্মীর হাতে ঋণ সহায়তার ৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সেই সাথে বগুড়া জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ৩জন এবং দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে এই বছর অভিবাসন, প্রবাস গমণেচ্ছু ও প্রবাসী কর্মীদের সহযোগিতা এবং রেমিটেন্স ব্যবস্থাপনায় অবদান রাখার জন্য বগুড়ায় ৪টি প্রতিষ্ঠান যথাক্রমে টিটিসি, লাইট হাউস, আল ফারিয়া রিক্রুটিং এজেন্সি এ্যান্ড ট্রাভেলিং এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. বগুড়াকে অভিবাসী দিবস সম্মাননায় ভূষিত করা হয়।