বগুড়ায় ছাত্র ও যুব ইউনিয়ন এবং উদীচী শিল্পগোষ্ঠীর উদ্যোগে বিজয়ের কথামালা অনুষ্ঠিত

বগুড়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন এবং বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী, বগুড়ার সন্মিলিত উদ্যোগে বুধবার সকাল থেকে শহরে ‘বিজয়ের কথামালা’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র যুদ্ধশিশু প্রদর্শন, আলোচনা সভা, গণসঙ্গীত, আবৃত্তি এবং পতাকা মিছিলের মতো কর্মসূচীর মাধ্যমে দিনব্যাপী বিজয়ের নানা আয়োজনে মুখরিত ছিল বগুড়া শহর।
সকাল ১০টায় শহরের উডবার্ণ পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি এ্যাড. লুৎফর রহমানের সভাপতিত্বে এবং যুবনেতা মিঠুন পালের পরিচালনায় উদ্বোধনী আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পগোষ্ঠীর জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাংস্কৃতিকব্যক্তিত্ব ড. মকসেদুল হামিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল এবং সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আসলাম খান। আলোচনা সভায় বক্তারা ধর্মভিত্তিক রাজনীতি আইন প্রণয়ণের মাধ্যমে নিষিদ্ধকরণ এবং ৭২ এর মূলনীতি বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি পাকিস্তানের দোসর বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী নানা ষড়যন্ত্র করে চলেছে এবং রাজনৈতিক বিভেদ তৈরির মাধ্যমে দেশের মাঝে বিশৃঙ্খলা তৈরির প্রয়াস করে যাচ্ছে যা মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে। এই অপশক্তিকে যারা উসকে দেয় সেই পাকিস্তান নিজ দেশেই নারী ও শিশু নির্যাতন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সর্বদা কোন্দল এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে রেখেছে বিশেষ করে সেদেশের বালোচ, পাসতুন, সীনধীসহ একাধিক স্থানে। শুধু তাই নয় তাদের দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারাও অমানবিক আচরণের মাধ্যমে নিজেরা মুনাফা লুটে চলেছে এইরকম চিত্র আমাদের সোনার বাংলাদেশে কখনোই হতে দেওয়া যাবেনা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী সকল অপশক্তিকে সমূলে বিনাশ করতে এই বাংলার জনগণকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। অনুষ্ঠানে এই ৩ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলার সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।