সামসুন নাহারের দুইটি কবিতা

রোদেলা কুয়াশা

শীতের সকাল….
কদিন থেকেই কুয়াশাচ্ছন্ন গ্রামের এলাকার চারপাশের পরিবেশ। দূরের গাঁ যেন দূর বহুদূরে হারিয়ে নিজেকে আড়া করেছে, খুঁজে পাওয়াই মুসকিল।
ক্ষেতখামার শিশিরে ভিজে জুবুথুবু।
আবার বিন্দু বিন্দু শিশির ঘাসের ডগায় ঝুলে চকচকে ঝকঝকে ঝলমলে রূপে দিব্যি খেলা করছে।
সরিষা ফুলের ডগায় ডগায় রং বেরঙ্গের কীটপতঙ্গ আনন্দে নেচে-গেয়ে মধু আহরণে খুব ব্যাস্ত হয়ে পড়েছে।
বেশ দেখাচ্ছে আমার বাংলার রূপ।
রবিও আড়াল করে রেখেছে নিজেকে,মাঝে মধ্যে লুকোচুরি খেলা করে।
আবার উপহার দেয় রোদেলা কুয়াশা।
উপহার দেয় কাঙ্খিত মিষ্টি সোনা রোদ।
ভোরের রোদ পোহানো আর খেজুর গুড় ও সরিষা তেল মাখা মুড়ি চিবানো কত্তো যে মজা,তা শুধু তারাই জানেন যারা এই রোদেলা সকালে বসে সে মজা উপভোগ করেছেন ।
ভালো লাগে শীত; শীতের মজাদার পিঠাপায়েস।
মুড়ি আর টাটকা খেজুর রস; শীতের আবরণে চাদরে মোড়ানো গা’য়ে।
এখনো তেমন কনকনে ঠান্ডার আবির্ভাব হয়নি। তবে
হয়তো কঠিন শীতের আগাম বার্তা; এখন এমনি প্রকৃতির পরিবেশ।
আমার মাওলা কতো-না রূপে সাজায় ধরা,তার ইয়ত্তা নাই। দেখে নয়ন জুড়িয়ে যায়।
প্রকৃতির অপার মুগ্ধতায় মন হারিয়ে যায়।
মুগ্ধ করে; সুবেহ-সাদিকের দূর থেকে ভেসে আসা আযানের সুমধুর ধ্বনি।
ভোরের ঘুম ভাঙ্গানো পাখিদের কিচিরমিচি মিষ্টি কলরব।
মাঝে মাঝে মনে হয়..
বড়ো হলাম কেন….আবার ছোট বেলায় ফিরে যায় ! আবার মনে হয়………..মরণ কেন হয় ?
ছয় ঋতুর সাজানো অপরূপ সৌন্দর্য্যের খেলা,
আর প্রাণ জুড়ানো আমার বাংলার দারুণ মেলা।
আজ রোদেলা কুয়াশা বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আর কিছু স্মৃতি ধরে রাখি আমার বাংলার।
স্রষ্টার অপার মহিমায় আমরা…
চিরো কৃতজ্ঞ……চিরো ঋণী।

জাগো

আমাদের দেশে বইছে এখন, রাজনীতির হাওয়া।
সবাই এখন মাতোয়ারা, সবারই একি চাওয়া।।

সবাই এখন গুণী নেতা, দেশ চালানো দক্ষ জন।
আগুন ফাগুন রাজনীতি,দেখি সবার
সংগ্রামী মন ।।

বহ্নিশিখা রাজনীতি রীতির মূলে,সবখানে মানবপ্রীতি।
বোঝাই সবাইকে,বড় নেতা নিজে,ধর্মরীতির রীতিনীতি ।।

সেরার সেরা রাজনীতি,মূলেই তাদের জীবন পণ।
মানুষ সেবার প্রতি সোপান প্রতি ক্ষণে সন্ধিক্ষন।।

দ্বিতীয়পন্থা নেইযে কোনো,আগে পিছে ধরাতলে।
তাই তো তারা দেয় বলী, রাজনীতির বেদিমূলে।।

বড় বড় নেতা হইচে,পাতি ছাতি কত জন।
জোর করে নিজ দাপটের চলে, নেইকো তাদের প্রশিক্ষণ ।।

প্রাণের দেশ আজো তুমি, রবিশশীর গনতন্ত্র মাতরম।
মানব সেবার সংবহনী জীবন্ত আজীবন উঁচু শিরমম।।

জীবন দিয়ে নয়,বুদ্ধি দিয়ে জয় হবে,রবে দেশ আমরণ।
এদেশ মোদের গনতন্ত্র শিরাধমন, অচেতন থেকোনা কেউ জাগো বাংলার জনগণ।।