পাবনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রফিকুল ইসলাম সুইট : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস এর শুভ সুচনা হয়। পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। পাবনা ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু দিনব্যাপী সাথিঁয়া ও বেড়া উপজেলায় বিভিন্ন কর্মসুচী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
বুধবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা জেলা বিএনপি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, পাবনা প্রেসক্লাব, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ পাবনা উপকেন্দ্র, তরিকত ফেডারেশন, অবসর পাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতি, পাবনা পৌরসভা, চেম্বার্স অব কমার্স, এলজিইডি, গণপুর্ত, সওজ, জনস্বাস্থ্য, সিভিল সার্জন অফিস, ২৫০ শয্যা হাসপাতাল,সমাজ সেবা অধিদপ্তর, জেলা তথ্য অফিস, মহিলা আওয়ামী লীগ, বার সমিতি, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, পাবনা সংবাদ পত্র পরিষদ, সেটেলম্যন্ট অফিস, জেলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইনে কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জেলা আওয়ামীলীগ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সন্ধ্যায় আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে। ভারপাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্¦ে অংশ গ্রহন করেন- জেলা আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বিল্লু, সরদার মিঠু আহমেদ,মনির উদ্দিন আহমেদ মান্না, শাওয়াল বিশ^াস, আহাদ বাবু,লিয়াকত তালুকদার, সোহেল হাসান শাহীন, শাজাহান মামুন, যুবলীগ নেতা শিবলী সাদিক, স্বেচ্চাসেবক লীগ নেতা আহমেদ শরীফ ডাবলু, রুহুল আমীন, যুব মহিলা লীগ নেতা আরেফা খানম শেফালি, কহিনুর ফেরদৌস কনা, ছাত্রলীগ নেতা ফিরোজ আহমেদ প্রমূখ।
সকল উপজেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
বুধবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০.৩০ টায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে মহান শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এ সময় আরও শ্রদ্ধাজ্ঞাপন করেন বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, পরিবহন পুল, ব্যবসায় প্রশাসন বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, রসায়ন পরিবার, অর্থনীতি বিভাগ, বাংলা বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, সমাজকর্ম বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ইইসিই বিভাগ, ইংরেজি বিভাগ, লোক প্রশাসন বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও রোভার স্কাউট গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পাবনা জেলা পরিষদ পুষ্পার্ঘ অর্পণ আলোচনা সভা সহ নানা কর্মসুচী পালন করে। প্রধান নিবার্হী কর্মকর্তা কাজী আতিয়ার রহমানের সভাপতিত্বে এসব কর্মসুচী প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
এছাড়া জেলার সর্বত্র বিজয় দিবস উৎযাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান বাজানো হয়।