আটঘরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মোঃ জিল্লুর রহমান রানা
পাবনার আটঘরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। দিবস উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা সকল সরকারী, ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাভে জাতীয় পতাকা উত্তোলন করেন। করেনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সিমিত আকারে সকাল সাড়ে ৮ টার সময় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন। এসময় পুস্পস্তবক অর্পন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জহুরুল হক, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র, উপজেলা পেশাজীবী কল্যাণ পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্নস্তরের ব্যাক্তি ও প্রতিষ্ঠান।
পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।