বিজয়ের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর উপজেলা চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। পরে সুশৃঙ্খলভাবে উপজেলা প্রশাসন, গুরুদাসপুর থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, পল্লী বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, রাজনৈতিক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণীপেশার মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।