জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক সাংবাদিকতা প্রতিযোগিতায় বগুড়ায় পুরস্কার পেলেন ৩ সাংবাদিক

নেদারল্যান্ডস্ দূতাবাসের অর্থায়নে, ইউএনএফপিএ এবং আসকের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের আয়োজনে বগুড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন সাংবাদিক কে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সন্মেলন কক্ষে জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমকে সম্পৃক্তকরণ বিষয়ক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী সাংবাদিকদের এই পুরস্কার প্রদান করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ রবিউল আওয়াল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন আদিকাল থেকেই পারিবারিকভাবে শুরু থেকেই ছেলে ও মেয়ের মাঝে একটি বৈষম্য সৃষ্টি হয়ে যায় যা এখন ইতিবাচক পরিবর্তন হচ্ছে তবে এক্ষেত্রে সকলকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ইতিবাচকভাবে। আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ এবং দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনএফপিএ বগুড়া জেলা প্রতিনিধি মাসুদা ইসলাম এবং সংশ্লিষ্ট বিষয়ে অনলাইনে ভার্চুয়াল ভিডিও চিত্র উপস্থাপন করেন আইন ও শালিস কেন্দ্রের কমিউনিকেশন এক্সপার্ট মিতালী দাস। জিবিভি সাংবাদিকতা বিষয়ক ফিচার ও প্রতিবেদন প্রকাশ ও প্রচারের উপর সাংবাদিকদের প্রতিযোগিতায় জুরিবোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই এর পর এই বছর ৩ জনকে বিজয়ী ঘোষণা করে জিবিভি সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায় এবং দৈনিক মুক্ত সকালের স্টাফ রিপোর্টার রিপন দাস যাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ রবিউল আওয়াল। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এ্যাড. বিনয় কুমার দাষ, বগুড়া গ্রন্থ কেন্দ্রের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, স্বপ্ন’র নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, পিউপি বগুড়ার সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, শেয়ারবীজ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবা পারভিন লুনা প্রমুখ।