মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ হবিগঞ্জ শহরে পিডিবি,র সাবইষ্ট ইঞ্জিনিয়ার ইমাম হোসেন, এ্যাসিস্টেন এক্য্রেন কবির হোসেন এর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে- হবিগঞ্জ শহরের গোসাই পুর এলাকার বিদ্যুৎ গ্রাহক মোঃ মস্তুুর আলী‘র (মিটার নং ২১৪২৮৯৭) অনুযায়ী বিল প্রস্তুত করে পিডিবি। তিনি বিল পরিশোধ ও করেন। গত ২৯ অক্টোবর পিডিবি সাব ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মিটারটি পরিদর্শন করে গ্রাহক মোঃ মস্তুুর আলীকে জানান মিটারটি অবৈধ। এবং সেই বিষয়টি সমাধান করতে উৎকোচ দাবী করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে ১ লক্ষ ৬০ হাজার টাকার মামলা দেন। পরবর্তীতে পিডিবির কর্মকর্তাদের সাথে সমঝোতা করার নামে মস্তুুর আলীর কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন মাহবুব মিয়া ও ইমাম হোসেন। গ্রাহক এ টাকার রশিদ চাইলে অনেক টালবাহানার পর ৪৬ হাজার ১ শত ২৮ টাকার রশিদ দেওয়া হয়। অবশিষ্ট টাকার বিষয়ে জানতে চাইলে তারা বলে ৩৪ হাজার টাকা তাদের টেবিল খরছ। কোন উপায়ন্তর না পেয়ে বিষয়টির প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর লিখিত একটি অভিযোগ দায়ের করেন মস্তুুর আলী। একইভাবে পোস্ট অফিস রোড আদি খাজা হোটেল হরমুজ আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ইমাম হোসেন ও কবির হোসেনের তিন সোর্স। বিষয়টি জানাজানি হলে সেই টাকা ফিরত দিয়ে তাকে অবৈধ লাইন বলে ৩ লক্ষ ৯০ হাজার টাকার মামলা দিয়েছে। শহরের নয়াবাদ এলাকার জিতু মিয়ার অবৈধ লাইন বলে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। শহরের হরিপুর এলাকার আলী হোসেন কাছে অবৈধ লাইন বলে ১লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে মামলা চলমান রয়েছে। এ ভাবেই একাধিক গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।