বগুড়ায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন

বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে রবিবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৮টি গ্রুপে পুলিশ সদস্যদের ১৬টি টিমের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে এই বছর স্বল্প পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন এই সময়ে পুলিশ সদস্যরা অন্যতম সম্মুখযোদ্ধা হিসেবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তাদের শারিরিক ও মানসিকভাবে সতেজ রাখতে এবং করোনাকালীন এই সময়ে ক্রীড়াঙ্গণে তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে এই বছর স্বল্প পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল এবং জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র), শেরপুর সার্কেলের গাজিউর রহমান, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ। রবিবার ১৩ ডিসেম্বর ৪টি গ্রুপের ৮টি দলের খেলা দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশগ্রহণকারী জেলা পুলিশের দলগুলো হলো, জেলার ১২টি থানা সাথে আলাদা ৪টি দল যথাক্রমে এসএএফ পুলিশ লাইন্স এর ২টি দল, ডিএসবি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।