মিডিয়া অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার বিকেল ৩ টায় পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার উপদেষ্টা পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ( অবঃ) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার উপদেষ্টা পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আল, সহকারী কমিশনার ফরিদুল ইসলাম খোকন এবং বিপ্লব ভৌমিক। নির্বাচনে সভাপতি পদে সুমন আলী এবং মীর ফজলুল করিম বাচ্চু উভয় পান ২৩ ভোট, সিনিয়র সহসভাপতি হিসেবে আল নাসির পান ২৫ ভোট এবং আর কে আকাশ পান ২০ ভোট, সাধারণ সম্পাদক পদে দিলশান কাজল পান ২৬ ভোট এবং শিশির ইসলাম পান ১৯ ভোট, যুগ্ম সম্পাদক -১ পদে মাহমুদুল হাসান মামুন পান ২৬ ভোট এবং সুলতান হোসেন পান ২০ ভোট, যুগ্ম সম্পাদক -২ পদে আল মামুন রিম পান ২৪ ভোট এবং মিকাইল ইসলাম পান ২২ ভোট, সাংগঠনিক সম্পাদক হালিম সিকদার মাসুদ এবং সালাউদ্দিন আহমেদ সজল, অর্থ সম্পাদক এ আর রাজু আহম্মেদ পান ২৫ ভোট এবং ঝন্টু সরদার পান ২১ ভোট, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডাঃ সেলিম মাহমুদ পান ২৪ ভোট এবং মেহেদী হাসান স্রোত পান ২২ ভোট, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রাবণ জামান মিম এবং সোহেল রানা উভয়ই ২৩ টি করে ভোট পান,দপ্তর সম্পাদক এস এম সাগর খান কৃদ্দুস এবং মোহাম্মদ আলী রাজ ঊভয়ই ২৩ ভোট করে পান, কার্যনির্বাহী সদস্য গোলাম মোস্তফা মহিদুল পান ৩৮ ভোট, হেলাল উদ্দিন এবং আব্দুল্লাহ আল মামুন পান ২৫ ভোট করে,জামাল রাজা পান ২৩ ভোট এবং আমিরুল ইসলাম পান ২০ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন নির্বাচিত হন তারা হলেন সহ-সভাপতি হাফিজুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক সজিব সরকার জয়, প্রকাশনা সম্পাদক টিপু সুলতান দুলাল এবং যোগাযোগ সম্পাদক মঞ্জুর রহমান। সমান সমান ভোট পাওয়ায় উপদেষ্টামন্ডলী এবং নির্বাচন কমিশনারদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সভাপতি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য নির্বাচনে সুমন – কাজল এবং বাচ্চু – শিশির দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।