সাঁথিয়া প্রতিনিধিঃ
“জাতির পিতার সম্মান, রাখেবো মোরা অম্লান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলায় সরকারী কর্মকর্তা কর্মচারীদের এক প্রতিবাদ সভা শনিবার সকাল ১০টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস,এম জামাল আহম্মেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ফায়সাল রায়হান, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ফাতেমা তুষ জান্নাত, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার গোস্বামী, প্রাণী সম্পদ কর্মকর্তাসহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার অপচেষ্টা চলছে। এটা অত্যান্ত অনাকাঙিÍত এবং বাংলাদেশের সংবিধান সুস্পষ্ট লঙ্ঘন। জাতির পিতার প্রতি অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ করা সকল দেপ্রেমিক জনগন ও সরকারী কর্তকর্তা কর্মচারীদের পবিত্র ও সাংবিধানিক দায়িত্ব। সবাই মিলে আমরা জাতির পিতার সম্মান রাখবো। কোনো অবস্থাতেই আমরা জাতির পিতার সম্মান ক্ষুন্ন হতে দেবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননাকারীদের প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান।