সুজানগর প্রতিনিধি: “যদিও মানছি দুরত্ব, তবুও আছি সংযুক্ত” প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার ও প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী। বিশেষ অতিথির বক্তব্যদেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ ময়নুল হক সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আক্তারুজ্জামান জর্জ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।