মাটি ও মাতৃভূমির কাছে দায়বদ্ধ


এনামুল হক টগর

পৃথিবীর মাটি ও মাতৃভূমির কাছেই মানবের দায়বদ্ধ,
এই মাটি থেকেই সৃষ্টি ও উন্নত করা হয়েছে মানব জীবন ও জ্ঞান সমৃদ্ধ!
এই মানব জনম শেষ করেই আবার এই মাটির কাছেই ফিরে যায় দেহ!
কি স্নেহের প্রীতি ও বন্ধন এই মাটিই মানুষের সত্যিকার ও মমতাময়ী মাতৃভূমির প্রেম বাসনা ও মোহ।
বাংলাদেশের সৌন্দর্য ভরা মৃত্তিকার ভূখণ্ডই আমাদের জন্মভূমি আমাদের চৈতন্যের মাতৃভূমি।
এই মাটিতেই ঘুমিয়ে আছে আমাদের প্রিয়তম পিতা মাতা স্বজন ও মহাবীর যোদ্ধারা।
এই মাটিতে ঘুমিয়ে আছে কতো শহীদ মুক্তিযোদ্ধা আর বিদগ্ধ প্রেমময়ী দেশপ্রমিকরা।
বাংলাদেশের আর্দশ মৃত্তিকায়ই আমাদের প্রিয় মাতৃভূমি ও প্রিয়মত স্বাধীনতা,
এই জন্মভূমির অমৃত মাটি আর এই প্রিয়তম মাতৃভূমির কাছেই আমাদের দায়বদ্ধ শত।