বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অনুদান বিতরণ

বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার সকালে শহরের জলেশ^রীতলা পুরাতন শিল্পকলা একাডেমী ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিভিন্ন খাতে ৫’শ ৪ জনকে সর্বমোট ১৫ লক্ষ ৩৭ হাজার ৯’শ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
সংগঠনের বগুড়া জেলা শাখার চেয়ারম্যান শামসুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের মাঝে এই অনুদানের অর্থ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানের উদ্দেশ্যে ও সার্বিক বিষয় অবগত করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল গফুর এবং উপদেষ্টা আবিদুর রহমান। সংগঠনের বগুড়া সদর উপজেলা সমিতির সভাপতি এ,বি,এম আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে ৫৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৩২১ জন সদস্যকে এককালীন অনুদান এবং ১৩০ জন সদস্যের মাঝে জরুরী চিকিৎসা, কণ্যা বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগ খাতে অনুদান প্রদান করা হয়। সভা ও বিতরণ অনুষ্ঠান পরবর্তী সমিতির মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা, করোনাভাইরাস থেকে মুক্তি এবং সর্বপরি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।