পর্যটকদের অন্যতম আকর্ষণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অধীনে মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেন পর্যটকদের নতুন পর্যটন স্পট। কেন্দ্রটি পর্যটনের অন্যতম আকর্ষণ এবং সফল হতে কি ? কি ? প্রয়োজন তার সঠিক ধারনা নেওয়া সম্ভব হতে পারে বলে ধারণা সংশ্লিস্টদের। সরেজমিন গিয়ে দেখা যায়, দেশের মহামাররি করোনা ভাইরাসের কারণে প্রায় সকল কার্যক্রম জিমিয়ে পড়েছে। কিন্তু, প্রতিষ্ঠানের ভেতরে গিয়ে দেখা যায় ভিন্নতা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ অফিসের সকল দায়িত্ব যতাযতভাবে পালন করেও নিজ উদ্যাগেই পুরো কেন্দ্রের ভেতরে রোপণ করেছেন বিভিন্ন প্রজাতি আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেপে, পেয়ারা, আপেল, কমলা, মালটা, আতা, আনার, সবেদা, ড্রাগন, অরবরই, বিলম্ব, জামরুল, আমলকি, বেল, শরীফা, লুকলুকি, ডেওয়া, কফি, কাউ, লেবু, বরই, করমচা, কামরাঙ্গা, চালতা, সাতকরা, ট্যাং, কদবেল,মোসাম্বি, ডালিম, লটকন, জলপাই, এলাচ (মসলা), তেজপাতা (মসলা), গোলাপ জাম, বিলাতি গাব,গোল মরিচ (মসলা), দারুচিনি, সুইট লেমন, লাল ঢেঁড়স, সিদুর ফুল, অনেক প্রজাতির গোলাপ ফুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ও বনজ গাছের চারা। ভেতরে প্রবেশ করার পর মন জুড়ে যায়। এ যেন ভিন্ন এক পরিবেশ।