বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আব্দুল ওয়াহাব, সোহেল রানা, আব্দুল আজিজ, গোলাম হোসেন, মাসুদ কবীর, ইব্রাহীম মিয়া, রুস্তম আলী, মাইন উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল, শেলিম যুবশ্রমিকলীগ নেতা রুকন উদ্দিন বাবু, ফারুক মিয়া প্রমুখ।
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত¡াবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।