মৌলভীবাজারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আলোচনা সভা

মৌলভীবাজারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অফিস কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২ ডিসেম্বর সকালে। “অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধি, হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়ানো না আর, শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব করিনা নিঃস্ব” শ্লোগানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- মৌলভীবাজার আব্দা বহু মুখী যুব সংঘ চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও জেলার সকল সহযোগী সংস্থার আয়োজনে ফাউন্ডেশন এর সকল সহযোগী সংস্থার পাটনারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সিডা, মৌলভীবাজার এর চেয়ারম্যান শেখ শামসুজ্জামান আহমদ সেলিম, সু প্রভাত উন্নয়ন সংস্থা, শ্রীমঙ্গল নির্বাহী পরিচালক মোহন চন্দ্র দেব, সঞ্চয়ন উন্নয়ন সংস্থা, রাজনগর, চেয়ারম্যান সহিদুর রহমান, শ্রীমঙ্গল এম সিডাসভা মোঃ মিজানুর রহমান, ইয়ুথ এন্ড ইয়ুথ ওয়েন্স অর্গানাইজেশন এর চেয়ারম্যান আহসান হাবিব টিপু, মৌ দেব, রুবি বেগম, আব্দা বহু মুখী যুব সংঘ সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক রিমন আহমদ, আব্দা বহু মুখী মহিলা সংস্থা সভাপতি গীতা রানী চন্দ্র, সম্পাদক রোজিনা আক্তার ও গৌরাঙ্গ দেব প্রমুখ। সভাপতি সমাপনি বক্তব্য বলেন- বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সকল কাজে স্বচ্চতা ও গতিশীলতা আসছে। জীবন যাত্রার মান উন্নয়নে এ সংগঠনের লোকজন কাজ করে যাচ্ছে।