নিজস্ব প্রতিনিধি রাজশাহী:
রাজশাহী জেলার বাগমারায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের কাজ না করেই সিংহভাগ টাকা উত্তোলন করা হয়েছে। ফলে গতকাল বুধবার দুপুরে ভুয়া শ্রমিক দিয়ে টাকা উত্তোলনের বিরদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কার্য়লয়ে দুইটি অভিযোগপত্র দাখিল করেছে জব কার্ডধারি শ্রমিকরা। আর এ অনিয়মে সরাসরি জড়িয়ে পড়েছেন সভাপতি-সদস্য ও খোদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলেই। ওই এলাকার হতদরিদ্র শ্রমিকরা বঞ্চিত হলেও দায়িত্বপ্রাপ্তদের সে দিকে কোনো নজর নেই। এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) ও সংশ্লিষ্ট সব কর্মকর্তার যোগসাজশে অবশেষে কাজ না করেই টাকা তুলে নেয়া হয়েছে। এতে চরম ক্ষুদ্ধ ওই ইউনিয়নের অতিদরিদ্র লোকজন। উপজেলা নির্বাহী অফিসারের কার্য়লয়ে লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের তালিকায় উপজেলার গোয়ালকান্দি গ্রামের শ্রী অধির প্রামানিকের ছেলে শ্যামল কুমার ও আফাজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলামের নাম ১৫৭ জন শ্রমিকের মধ্যে অন্তর ভক্ত রয়েছে। এবং অনেক দিন ধরে প্রকল্পের সভাপতি,মেম্বার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলেই হামিরকুৎসা কৃষি ব্যাংক শাখা থেকে প্রতি সপ্তাহে টাকা উত্তোলন করে ভাগবাটোয়ারা করে নেন। তবে জব কার্ডধারি শ্যামল কুমার ও আসাদুল ইসলাম জব কার্ডের বিধি মতাবেক তাদের টাকা ফেরৎ চেয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ্য করেছেন।