সুন্দরগঞ্জে আমন ধান সংগ্রহে কৃষক নিবার্চনে লটারী


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহে কৃষক নিবার্চন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অভ্যন্তরীন খাদ্য শষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে লটারীর উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে এম ফরিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, পুটিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক শাহাজান মিঞা, এসএপিপিও সাদেক হোসেন, সুন্দরগঞ্জ খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাহীদ হাসান, বামনডাঙ্গা খাদ্য গুদাম কর্মকর্তা জাবেদ আলী প্রমুখ। চলতি ২০২০-২০২১ অর্থবছরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ধান সংগ্রহের লক্ষমাত্রা ১ হাজার ২৬৩ মেট্রিকটন। এরমধ্যে সুন্দরগঞ্জ খাদ্য গুদামে ৮০৭ মেট্রিকটন এবং বামনডাঙ্গা খাদ্য গুদামে ৪৫৬ মেট্রিকটন। প্রতিকেজি ধানের ক্রয় করা হবে ২৬ টাকায়। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ধান সংগ্রহ চলবে।