নাটোরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি.
নাটোরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে নারীপক্ষ এবং দূর্বার নেটওযার্ক , আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট । পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে সংগঠন দুটি । আজ বুধবার সাড়ে ১০টার দিকে নাটোর পুরাতন ঢাকা বাস্টেন কানাইখালী এলাকা নারীপক্ষ এবং দূর্বার নেটওযার্কের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে নারী ও শিশুর উপর ধর্ষন ওযৌন সহিংসতা আশাঙ্কা জনক হারে বৃদ্ধি ও ন্যায়্য বিচার না হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলা প্রশাসক বরাবর ৯ টি দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারীপক্ষ এবং দূর্বার নেটওযার্ক সভাপতি কামনুনাহার , অনিবার্ণ সংস্থার প্রভাতী বসাক , আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর সদস্য সচিব নরেশ উরাও , পূজা উদযাপন কমিটির সমর পাল, সাথী এনজিও সিবলী সাদিক , মহিলা পরিষদ ছন্দারানী , দূর্বার নেটওযার্ক সদস্য মিসেস খাদিজা খানম ও হোসনেআরা প্রমুখ ।