শাহজাদপুরে জেএমবির আঞ্চলিক প্রধান কিরণ সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

শাহজাদপুর প্রতিনিধি :
শাহজাদপুর পৌরসভার শেরখালী উকিলপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে উপ সহকারী প্রকৌশলী (ফ্যাসিলিটিজ) শামসুল হক রাজার বাড়ি থেকে সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব- -১২) শুক্রবার (২০নভেম্বর) সকালে জেএমবির আঞ্চলিক প্রধান (পাবনা-সিরাজগঞ্জ) কিরণ সহ জেএমবির চার সক্রিয় সদস্যকে আটক করেছেন । এরা হলেন পাবনা সাথিয়ার নাইমুল ইসলাম, দিনাজপুরের আতিয়ার রহমান, সাতক্ষিরার আমিনুল ইসলাম শান্ত । তাদের আস্তানা থেকে দুইটি বিদেশি পিস্তল গান পাউডার একটি চাপাতি বোমা তৈরীর সরঞ্জামাদী ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে । তারা চলতি মাসে শাহজাদপুর পৌর সদরের শেরখালির(উকিলপাড়া) মহল্লার এই বাড়িটি ভাড়া নিয়ে বসবাস শুরু করে । তাবলীগ জামাতের সাথে মিশে তারা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল । গতকাল তাদের সাংগঠনিক মিটং ছিল । সেই খবর জানতে পেরেই অভিযান পরিচালনা করে র্যা ব । কিরন একাধিক ছদ্ম নাম ব্যবহার করতেন বলে র‌্যাবের অতিরিক্তি মহা পরিচালক (অপারেশন) কর্ণেল তোফায়েল মোস্তফা সারোয়ার এক প্রেস ব্রিফিং এ কথা জানান । তিনি আরো জানান মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নিতির অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাত ১১টায় রাজশাহীর শাহ মখদুম এলাকায় এক জঙ্গি বিরোধী অভিযানে মাহমুদ জুয়েল ও আশরাফুলকে আটক করা হয় । তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এদিন রাত ২ টার দিকে র্যা বের একটি দল শাহজাদপুর উপজেলা সদরের উকিলপাড়া একটি বাড়ি ঘিরে রাখে । জঙ্গিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভোরে ৪/৫ রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে । এ সময় এ অভিযানে শাহজহাদপুর থানা পুলিশ সহযোগিতা করেন বৃহস্পতিবার রাত ২টার পর থেকে এই বাড়িটিতে জঙ্গিদের আস্তানা রয়েছে এমন খবরে র্যা ব-১২ ঘিরে রাখে । শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যা ব-১২’র কোম্পানি কমান্ডার মিরাজউদ্দিন । সকাল সাড়ে ৯ টার দিকে র্যা বের বোমা ডিসপোজাল ইউনিট ওই আস্তনায় প্রবেশ করলে কিরণ, নাইমুল আতিয়ার ও আমিনুল ইসলাম শান্ত সহ চারজন জঙ্গি বেড়িয়ে এসে র্যা বের হাতে ধরা দেন । র্যা ব-১২ এর কোম্পানি কমান্ডার মিরাজউদ্দিন জানান চলতি মাসের ৫ তারিখে ছাত্র পরিচয়ে ওই বাড়িটি ভাড়া নিয়ে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয় । এরই মধ্যে র্যা বের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির ভেতর থেকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে । তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। হ্যান্ড মাইকে র্যা বের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয় । বেলা ১০ টার মধ্যে আত্মসমর্পণের জন্য সময় বেধে দেয়া হয় । এর আগেই সকাল সাড়ে নয়টায় জঙ্গিরা আত্মসমর্পণ করে । এ খবরে সকাল নয়টার দিকে র্যা ব সদরদপ্তর থেকে হেলিকপ্টারযোগে শাহজাদপুরে আসেন র্যা বের অতিরিক্ত মহা পরিচালক (অপারেশন) কর্ণেন তোফায়েল মোস্তফা সরোয়ার । আটককৃত জঙ্গিদের র্যা বের সদর দপ্তরে নেওয়া হয়েছে । জিজ্ঞাসাবাদ শেষে এদেরকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে । স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান ওই বাড়িটি এখনও ঘিরে রেখেছে র্যা ব ও পুলিশ । তার আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না । এমন পরিস্থিতিতে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে । এ ছাড়া এলাকার আশপাশ দিয়ে স্থানীয়দের চলাচল করতে দেয়া হচ্ছে না । এ রিপোর্ট লেখা পর্যন্ত বোমা ডিসপোজাল ইউনিট আস্তানাটি তল্লাসি চালাচ্ছেন । এদিকে শাহজাদপুর উপজেলার পৌর শহরের শেরখালীতে জঙ্গি গোষ্ঠীর অবস্থানের খবর জানতে পেরে উৎসুক জনতার ভীড় জমে যায় । শান্তিপ্রিয় শাহজাদপুরবাসী জঙ্গিদের অবস্থান জানতে পেরে অনেকে আতঙ্কিতও হয়ে জান । স্থানীয়রা জানান শাহজাদপুরে এর আগে জঙ্গি ছিল না । হঠাৎ করে জঙ্গিদের অবস্থান আমাদের আতঙ্কিত করে তুলেছে । র্যা বকে ধন্যবাদ জানিয়ে তারা আরও বলেন এরকম ভয়ংকর জঙ্গি গোষ্ঠী আমাদের প্রিয় শাহজাদপুরে ঘাপটি মেরে ছিল আমরা জানতেই পারিনি । বড় ধরনের ক্ষতিসাধনের আগেই র্যা ব তাদের আটক করায় শাহজাদপুরবাসী বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল |