নাটোর জেলা পুলিশের “নো মাস্ক নো এন্ট্রি” কর্মসূচি শুরু


নাটোর প্রতিনিধি

এবারে নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে “নো মাস্ক নো এন্ট্রি” কর্মসূচি শুরু করেছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

কর্মসূচিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সকল ধরনের যানবাহন থামিয়ে মাস্ক বিহীন যাত্রী আছে কিনা তা চেক করা হয়। সাথে সাথে মাস্ক বিহীন যাত্রীদের মাস্ক পরিয়ে দেন পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ কঠোর অবস্থানে থাকবে। শহরের তিনটি প্রবেশপথে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। মাস্ক ছাড়া কাউকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না।