অশ্রু

বিষাদ ব্যসনে হিয়ার অনলে
নেত্রবারি যে ঝরে
দ্যুলোক ভেদিয়া চিত্ত ছেদিয়া
সত্তা ফাটিয়া মরে।

কলুষ পরানে বিরাগভাজনে
গাঁথিয়া স্বপ্ন মালা
পঙ্কিলতায় ডুবিয়া থাকিয়া
বাড়তি পাপের ডালা।

মুখেতে মধুর টাটকা বচন
অন্তরে জমা বিষে
ললিত মানস নাহি হলে ভবে
মরদ তবে সে কিসে?

মর্ম তিমিরে পরতে পরতে
আঁধিয়ার নেমে আসে
সত্য যোজন  অর্জিত হয়
সুশীল বৃত্তি চাষে।

শুক্ল গাত্র কৃষ্ণ মনন
বস্তুত শঠ অতি
সুযোগ পেলেই বিষ দংশনে
ঘটিয়ে থাকে যে ক্ষতি।

অধম গরল উদ্ধত ঠক
মন নাহি হলে সাদা
ছলোনা তপ্ত ইতর অসার
ম্রিয়মান এক গাধা।

অন্তর কালা মানুষের থেকে
থাকিলে যোজন দূরে
সত্যের স্বাদ পাইবে যে তুমি
সারাটি জনম ভরে।

বিষ ভরা মনে সুখ নাহি আসে
ধরাধাম  এই বুকে
অশ্রুবারিতে নিরাশায় ডুবে
জীবন যে কাটে দুখে।