নাটোর প্রতিনিধি
নাটোরে মাস্ক না পরার অপরাধে বেশ কয়েক জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে নাটোর শহরের নিচা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ শাওন জানান, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে তাই জনসাধারণকে উদ্বুদ্ধ করবার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ এ স¤পর্কিত লিফলেট বিতরণ করা হয় । তিনি আরো বলেন, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিতকরণে জেলা প্রশাসন নাটোরের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। আজ নাটোর শহরের নিচাবাজার এলাকায় পরিচালিত কোর্টে পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী ৬ টি মামলায় ৮ জনকে সর্বমোট ৪১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার সহ জনবহুল স্থানে মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।মাস্ক পরিধান করুন সেবা নিন।অভিযান জেলার অন্যান্য উপজেলায় পরিচালিত হবে বলেও জানান তিনি।