মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুর গ্রামে আকবরপুর জামে মসজিদের আয়-ব্যয় এবং কমিটি সক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরুধের জের ধরে মসজিদের দাতা সদস্য এডভোকেট নিয়ামুল হক ও এডভোকেট ইজাজুল ইসলাম তানভীর এর সাইনবোর্ডের স্টিকার টেনে ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এডভোকেট নিয়ামুল হক বাদী হয়ে বিষয়টি সাধারণ ডায়েরীভুক্ত করার জন্য আজ ১৫ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এডভোকেট নিয়ামুল হক জানান- সম্প্রতি আকবরপুর জামে মসজিদের আয়-ব্যয় এবং কমিটি সক্রান্ত বিষয় নিয়ে মুসল্লিদের মধ্যে বিরুধ চলে আসছে। মসজিদের নামে অন্যান্য মুসল্লীদের দানকৃত জমিসহ সর্বমোট প্রায় ২৪০.০০ শতক জমি আছে। আবূল হোসনে সকল জমি তার নিয়ন্ত্রনে রাখিয়া কোনপ্রকার আয় ব্যয়ের হিসেবে প্রদান করেন না। এমতাবস্থায়, বিগত ২৩/১০/২০২০ ইং তারিখে মসজিদে নামাজ শেষ করে বের হলে মোহন মিয়া, আবুল হোসেন, ছমরু মিয়া, মিটুন মিয়া, মো: রসিক মিয়া, মো: নজির মিয়া, মো: কায়েছ মিয়া, মিজান মিয়া, আক্কাছ মিয়া, মসুদ মিয়া, হবিব মিয়াগংরা তাহাদের হাতে থাকা দেশিয় লাটি নিয়ে আমার পথরোধ করিয়া আমাকে হুমকি প্রদর্শন করিয়া অকট্য ভাষায় গালিগালাজ করেন। সর্বশেষ গত ১৪/১১/২০২০ ইং দুপুরে উল্লেখিত ব্যক্তিগণ দলবদ্ধভাবে আমার ও আমার ভাইয়ের বর্ণিত সাইনবোর্ড ছিড়ে ফেলে।