স্ত্রীর স্বীকৃতির দাবিতে নারীর সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি নারী সাবরিনা আক্তার(২৮)। রোববার সকালে গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ভুক্তভুগি নারী বাদি হয়ে নাটোর আমলী আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভুগি নারী সাবরিনা আক্তার জানান, উপজেলা পৌর সদরের গাড়িষাপাড়া মহল্লার মোঃ সাজেদুর রহমানের ছেলে মোঃ রুবেল আহমেদ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিবারের অগোচরে মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা ২০০৯ এর বিধি ২৮(১) এর (ক) অনুযায়ী ৫,০০০০০ টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহ করে। বিয়ের পর শশুড় বাড়িতে না নিয়ে একটি ভাড়া বাসায় আমরা সংসার শুরু করি। পরবর্তীতে আমি আমার শশুর বাড়ি গিয়ে তার পুত্রবধু বলে দাবি করায় আমার শশুর বাড়ির লোকজন অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে ও মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার স্বামী বিভিন্ন সময় আমাকে মহুরীর লাইসেন্স করে দেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা দাবি করে। সেই টাকা না দিতে চাওয়ায় পুর্বের টাকা দিয়েছি তা অস্বীকার করে। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি তার সাথে সংসার করার। কিন্তু আমার স্বামী ও তার পরিবারের লোকজন আমাদের বিয়ের ঘটনা চাপা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে আমাকে হুমকী দিয়ে আসছে। এবং অন্য জায়গায় বিয়ে করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে আমার স্বামী আমার সাথে কোনরকম যোগাযোগ রাখেনি। আমি আমার স্বীকৃতি চাই এবং সংসার করতে চাই।
এ বিষয়ে ভুক্তভুগি নারীর স্বামী রুবেল জানান, আমি তাকে বিয়ে করিনি। হয়রানী করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।