মৌলভীবাজারে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলা তথ্য অফিস এর ব্যবস্থাপনায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থার হল রুমে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে আজ ১৫ নভেম্বর দুপুরে। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম রেজিয়া রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুছ ছাত্তার। প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা ) মল্লিকা দে। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মহিলা অংশ গ্রহন করে। বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, মাননীয় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ,মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্য বিবাহ,নারীর ক্ষমতায়ন,করোনা সংক্রমন প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।