মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি পুনবাসন ও কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুম কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান। বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে এম ফরিদুল হক, এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতিনিধি ফিরোজুজ্জামান লেলিন, এসএপিপিও সাদেক হোসেন প্রমূখ। চলতি মৌসুমে ৬ হাজার ৭৬০ জন কৃষকের মাঝে কৃষি পুনবাসন ও কৃষি প্রণোদনার বীজ এবং সার বিতরণ করা হবে। এর মধ্যে কৃষি পুনবাসনের আওতায় ৪ হাজার কৃষকের মাঝে সরিষা, গম, টমেটো, মরিচ, চিনাবাদাম, সূর্য্যমুখী, খেসারী ও মুসুরের ডাল এবং কৃষি প্রণোদনার আওতায় ২ হাজার ৭৬০ জন কুষকের মাঝে বোরো, গম, সরিষা, ভূট্টা, চিনাবাদাম, মুখডাল ও পেঁয়াজ বিতরণ করা হবে।