পাকিস্তানি গোলায় ৩ ভারতীয় সেনা নিহত

বৃহস্পতিবার (১২নভেম্বর) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর ছোড়া গোলায় ভারতীয় সেনাবাহিনীর ৩ সদস্য সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।

জম্মু-কাশ্মীরের বারামুল্লাহ জেলার সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক সামরিক বাহিনীর গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, পাকিস্তানি বাহিনীর ভারী গোলাগুলির মধ্যে ভারতীয় ২ সেনা জওয়ান এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ)এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই এলাকায় ৩ জন বেসামরিক নাগরিক নিহত সহ গুরুতর আহত হয়েছেন আরো ১ জন।

বিএসএফের এক কর্মকর্তারা জানিয়েছেন, রাত সাড়ে ১১ টার দিকে বারমুল্লার এলওসিতে নিযুক্ত সাব ইন্সপেক্টর রাকেশ ডোভাল পাকিস্তানি সামরিক বাহিনীর ছোড়া গোলায় নিহত হন।

এদিকে পুঞ্চ জেলার সাউজিয়ানে গোলাগুলিতে সাতজন নাগরিক আহত হয়েছেন।

পাকিস্তানি সামরিক বাহিনীর এই গোলাগুলির প্রতি কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনারা। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে তাদের আক্রমণে পাকিস্তানে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।