প্রিয়তমার কাছে মুক্তিযোদ্ধার চিঠি

এনামুল হক টগর

হে প্রিয়তমা,হে প্রিয় বন্ধু,হে পরাণের বধু,তুমিইতো আমার একমাত্র প্রেম ও ভালোবাসা,
আর বিপ্লবী জীবনের সংগ্ৰামী সাথী ও প্রত্যাশার আশা।
আমি আমাদের জাতির ভূখণ্ডের স্বাধীনতার জন্য যুদ্ধে যাচ্ছি এক বীরযোদ্ধা সৈনিক,
কিন্তু যাওয়ার আগে রণাঙ্গানে আমার মৃত্যুর কথা ভেবে তোমাকে চিঠি লিখলাম অবাক,
তাই গভীর ভাবে চিন্তা করে হই বিষণ্ণ ব্যথায় নির্বাক।
নিরব আনন্দ ও যন্ত্রণায় ভেতরেই যেন তোমার কাছে আসন্ন জীবন ও মৃত্যুর বার্তা পাঠালাম বিদগ্ধ চেতনা সাঁঝে।
ভালোবাসা আর দেশপ্রেমের মানবতায় জীবন বিভোর,
এই মায়া মমতাভরা আর বৈচিত্রময় পৃথিবীতে আমার আরও কিছু দিন আরও কিছু রাত বেঁচে থাকার ইচ্ছে ছিল,
তোমার সাথে সংসার করার আকাঙ্ক্ষায় পবিত্র মিলন!
কিন্তু মৃত্যু আমাকে বার বার ঘিরে ধরে মহান স্বাধীনতার দীপ্তিময় চেতনায়!
মৃত্তিকার গভীর ভালোবাসা আমাকে দেশপ্রেমে জাগ্রত করে প্রবল সংগ্রামী উদয়।
এই সময় ও মহাকাল আমাকে প্রগতিশীল করে তোলে মুক্তির আসন্ন নতুন চেতনায়,
আমি তোমাকে প্রাণের কথা বলতে চেয়ে বলতে পারিনা শুধু এই সৌন্দর্যভরা আমার প্রিয়তম দেশের জন্যে!
প্রিয়তমা বন্ধু,তুমি গতকাল ও আজ রাতেও আমার
দিকে মমতায় তাকিয়ে ছিলে,আর চোখ তুলে সুন্দর
এক মিষ্টি হাসি দিয়ে বলেছিলে হে বিদগ্ধ বন্ধু,সংসার
হে মুক্তিযোদ্ধা হে দেশপ্রেমিক হে বীর মহাবীর।
হে অনাগত যুদ্ধের ন্যায়-পরায়ণ সাহসী সৈনিক সংস্কার
তোমাকে হয়তো ওই স্বাধীনতা বিরোধী ঘাতক শত্রুরা বেঁচে থাকতে দেবে না,কিন্তু তারপরও তুমি যুদ্ধে যাও!
আমাদের স্বাধীনতা ও জাতির মুক্তির জন্য নতুন তরী বাও-
তুমি হয়তো যুদ্ধে গিয়ে আর ফিরে নাও আসতে পারো।
আমি বললাম বিনিময়ে তুমি পাবে দাসত্ব থেকে মুক্তি আর জন্মভূমি আমাদের।
যদিও তোমাকে হারানো ও এই আসন্ন মৃত্যুর শোক
আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণার বেদনা দেয় বড় ক্লান্ত নির্বাক
তুমি বলো প্রিয়তমা,কিভাবে আমার বিবেক
আর আমার অন্তরকে বুঝাবো এমন জীবন্ত মৃত্যুর করুণ যন্ত্রণা!
আমি আনন্দে হেসে বললাম যুদ্ধে মানেই মৃত্যু,যুদ্ধ মানেই ফিরে না আসার বেদনা।
শত্রুদের সাথে লড়াই করবো শহীদ হবো তারপর হবো মহাকালের ইতিহাস!
এই সুন্দর স্বদেশ মৃত্তিকার প্রান্তরে স্বাধীন ভাবে মিশে
চির নিদ্রায় ঘুমাবে আমার দেহ শান্তি ও প্রশান্তিতে অশেষ!
প্রিয়তমা ভালোবাসা আমার তুমি শুধু আশায় থেকো
মহান স্বাধীনতার!
এই প্রিয় মাতৃভূমির জন্য ও তোমার গভীর প্রেম আর ভালোবাসার জন্যই আমি হবো অনির্বাণ শিখা অমর!
যদি রাতের কালো অন্ধকারে ঘাতকরা আমাকে করে আঘাত,
যদি আমাকে দীর্ঘ মৃত্যুর দিকে হেঁটে যেতে হয় রক্তপাত
তবুও আমি বীর বেশে হেঁটে যাবো বিজয় স্বাধীনতার পতাকা হাতে বিপ্লবী,
আমার দেশপ্রেম সেবা কল্যাণ ও স্বাধীনতা হবে সজিব।
মানবতার যুদ্ধে দেখবে স্বধীনতা বিরোধী সব ঘাতক
আর শত্রুরা ভয়ে পালাচ্ছে পালাচ্ছে নিরুপায় দিকবিদিক
এমন স্বাধীনতার যদি আমার মৃত্যু হয় তবে তুমি বধু ভেবো না,
মনে রেখো আমার মৃত্যুর পর তুমিই হবে নতুন যোদ্ধা আগামী বংধরদের জীবন রতন।
তোমার হাতেই থাকবে সম্মান ও মর্যাদায় পরিপূর্ণ গৌরব চৈতন্য জাগরণ।
তুমিই আগামী উত্তরসূরীদের হাতে তুলে দেবে ফসলের নতুন চেতনা!
আমাদের মহান বাংলাদেশ ও স্বাধীনতার উদয় পতাকা সম্মান।
আমাদের সেই বিপ্লবী জীবন ও দক্ষ চেতনার সুন্দর দিনগুলো স্মৃতিময়!
তুমি আবার জাগিয়ে তুলবে নতুন উত্তরসূরীদের জন্য নব নব প্রাণ প্রজ্ঞাময়।
আমার সাম্য চৈতন্য ও শ্রমের ফসল ফলানো উৎপাদন সু-ষমবন্টন খামারে দাঁড়িয়ে তুমি দেবে মানবতার ক্ষুধামুক্ত শ্লোগান।
তখন নতুন বিজয় ও সংস্কারে আসবে নির্মল বসন্ত
তুমি জন্মভূমির গান গাইবে অনাদি চিরন্তন ও অনন্ত।
সেই সদ্য সুরে সুরে আমি জেগে উঠবো এই স্বদেশে ও
তোমার প্রেমে নব জন্ম নতুন!
তোমার তৃতীয় নয়নের আমি দেখবো জীবন স্পন্দন।
বাংলার প্রথম মুক্ত ভোর ও সোনালী সূর্য কিরণের সকাল নিপুণ।
আরও দেখবো প্রেম ও ভালোবাসার মধুময় দিনগুলো সুন্দর,
কতো অসমপ্ত অসহ্য বেদনা ব্যথার ক্ষত-বিক্ষত বিরহ স্মৃতিগুলোর সংসার।
ক্লান্ত যন্ত্রাণায় ফেলে আসা সেই রাত্রিগুলো নিরব।
প্রিয়তমা প্রেম ও ভালোবাসা আমার জীবন যদিও কষ্ট ও বেদনার গভীরে জমানো ভাব!
তুমি সুন্দর ও কমল মন নিয়ে আমার জন্য প্রতিক্ষায় থেকো,
আমার মৃত্যুর চিঠি নিয়ে তুমি কখনো কষ্ট করো না বন্ধু বিবেক।
যদিও ঘাতকরা বহুদিন ধরে আমার পেছনে পেছনে ঘুরছে চক্রান্ত-
ওরা অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে নিষ্ঠুর ও নির্মম ষড়যন্ত্র।
ওরা আমাকেও হত্যা করতে চেয়েছিল ক্রোধ ও হিংসায়।
আমিতো ইতিহাস আর মহাকালের প্রেম যাত্রায় মৃত্যুঞ্জয়!
তুমি বেদনার গভীরে গিয়ে আমার ভালোবাসাটুকো উপলব্ধি করো জীবন্ত,
আমি দূর থেকে প্রতিক্ষা করবো আর তোমাকে দেখবো নতুন বসন্ত।
তুমি সামনে ও পেছনের দিকে তাকিয়ে হঠাৎ আমাকে ভুলে যেও না প্রিয়তমা,
কারণ তুমি হচ্ছো আমার দীর্ঘ সময়ের বিশ্বাসী যোদ্ধা ও সংস্কার সাম্য।
যুদ্ধের রনাঙ্গণ থেকে তোমার কাছে চিঠি পাঠালাম বন্ধু।
হয়তো বেঁচে থাকবো নয়তো মৃত্যুর স্বাদ নিয়ে বিদগ্ধ চেতনায় ইতিহাস হবো!
অথবা অমরত্ব অমরত্ব আর দেশপ্রেমে প্রজ্বলিত হবো,
তুমি বেঁচে থেকো বন্ধু,তুমি বেঁচে থেকো প্রিয়তমা প্রেম ও ভালোবাসা আমার,
আরও বেঁচে থাক দেশ,আরও দীর্ঘজীবী হোক আগামী জীবন আমাদের,
প্রিয়তম মহান জাতি আর প্রিয় মহান স্বাধীনতা আমাদের।
১৩/১১/২০২০