স্বাধীনতা শিক্ষক পরিষদের পাবনা জেলা শাখার অফিস উদ্বোধন


স্টাফ রিপোর্টারঃ পৌর আওয়ামীলীগ সভাপতি সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি এডঃ তসলিম হাসান সুমন বলেছেন, শিক্ষরা মানুষ গড়ার
কারিগর। বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের চাকরী সম্মান জনক এবং শিক্ষকদের আর্থিক সুযোগ সুবিধা করে
দিয়েছেন। ভবিষ্যতে শিক্ষকরা আরও সুযোগ সুবিধা পাবেন। শিক্ষাদানের পাশাপাশি দেশের উন্নয়নে সামাজিক কর্মকান্ডে শিক্ষকদের অংশ নিতে হবে।
তা হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।
গতকাল ( ১২ নভেম্বর) সন্ধায় পাবনা শহরের খান বাহাদুর মার্কেটের তৃতীয় তলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের পাবনা জেলা শাখার অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মেনজাহ
উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসেন খান । এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব সিটি কলেজের অধ্যক্ষ সুজন
মাহমুদ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শামসুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলজের প্রভাষক এস এম মাহবুব আলম এবং আরএম একাডেমীর সহকারী প্রধান শিক্ষক
হেলাল উদ্দিন, পাবনা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাও আশরাফুল ইসলাম, সাঁথিয়া কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সিটি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
পরিষদ নেতৃবৃন্দ জানান, পাবনা জেলার প্রতিটি উপজেলায় উপজেলা কমিটি গঠনের পর ডিসেম্বর /২০ এর মধ্যে জেলা কমিটি গঠন করা হবে। নেতৃবৃন্দ
আরও জানান, রিকশা শ্রমিক থেকে সব শ্রেণির পেশার সংগঠন থাকলেও শিক্ষকদের
সংগঠন খুবই দুর্বল। শিক্ষকদের দাবী দাওয়া আদায়ের লক্ষে আগামী ৬ মার্চ /২০২১, ঢাকায় মহা সমাবেশ করা হবে। যেখানে মাননীয় প্রধান মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।