হে নবীন দাও সাড়া নিজ দেশ তরে
কর কাজ বাহু বলে যার যার ঘরে।
মনে রেখো ভাল কাজে নেই কোন হার
উঁচু নিচু ভেদাভেদ করবে না আর।
ছোট বলে কোন কাজ ঘৃণা নাহি কর
একদিন দেখো তুমি হয়ে যাবে বড়।
এ ধরায় যত বড় খ্যাতিমান আসে
তিলে তিলে বড় তারা ছোট কাজ চাষে।
হতাশায় ভুগে ভুগে কেন হও শেষ
যতটুকু মেধা আছে কর তাহা পেশ।
রাতারাতি কোন কাজে আসে নাতো জয়
সবুরে যে মিলে ফল গুণীজনে কয়।
এ জগতে মেধাহীন নেই কোন লোক
সফল সে হয় যদি খোলা রাখে চোখ।
খামোখাই ছুটো যদি মরীচিকা পিছে
জীবনটা তবে ভাই হয়ে যাবে মিছে।
ছেড়ে দাও অযথাই চাকুরির নেশা
নিজ বলে গড়ে তোলো বাঁচিবার পেশা।
নিজ গুণে বড় হও ভালোবাসো দেশ
সবাইকে নিয়ে তুমি থাকো সুখে বেশ।